আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কৈলাসহরের বলেহর গ্রাম পরিদর্শন করলেন মন্ত্রী টিংকু রায়।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    বহু সময় পর কৈলাসহর মহকুমার বলেহর গ্রামের বাসিন্দাদের স্বপ্ন অবশেষে পূরণ হতে চলছে। ওই গ্রামের রাস্তাটি প্রশস্ত করার কাজের যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই মোতাবেক শনিবার কৈলাসহরের বলেহর গ্রাম পরিদর্শন করলেন মন্ত্রী টিংকু রায়। উল্লেখ্য, কৈলাসহরের জলাই গ্রাম পঞ্চায়েতের ছয় নং ওয়ার্ড এলাকায় অবস্থিত বলেহর গ্রাম। বলেহর গ্রামে প্রায় তিনশ পরিবারের বসবাস। বলেহর গ্রামের নব্বই শতাংশ মানুষই কৃষি কাজের উপর নির্ভরশীল। তিনশ পরিবারের চলাচলের জন্য গ্রামে কেবলমাত্র তিন ফুট প্রশস্থ একটি রাস্তাই রয়েছে। এই তিন ফুট রাস্তা দিয়ে গ্রামে ছোট বড় কোনো ধরনের গাড়িই ঢুকতে পারে না। গ্রামে গাড়ি ঢুকতে না পারায় গ্রামের কৃষকরা তাদের উৎপাদিত শাক সব্জি সরাসরি বাজারে এনে বিক্রি করতে পারেনা। যারফলে গ্রামের কৃষকরা প্রতিনিয়তই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। গ্রামের একমাত্র তিন ফুট প্রশস্থ রাস্তাটির পাশে মনু নদী রয়েছে। মনু নদীর ভাঙ্গনের ফলে গ্রামের রাস্তাটি মনু নদীর জলে তলিয়ে যাচ্ছে।  সাম্প্রতিক কালে মন্ত্রী টিংকু রায় বলেহর গ্রামে মনু নদীর ভাংগন পরিদর্শন গিয়েছিলেন। তখন গ্রামবাসীরা রাস্তাটি বড় করে দেবার দাবী জানিয়েছিলেন। গ্রামবাসীদের কথা শোনার পর মন্ত্রী সেই সময় কথাও দিয়েছিলেন রাস্তাটি বড় করার জন্য তিনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। সেই প্রতিশ্রুতি মোতাবেক মন্ত্রী টিংকু রায় স্থানীয় পূর্ত দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন রাস্তাটি বড় করার জন্য কার্যকরী ভুমিকা নেওয়ার জন্য। পূর্ত দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই দপ্তরের আধিকারিকরা কয়েকবার গ্রামে গিয়ে রাস্তার জরিপ করে ডি.পি.আর অর্থাৎ ডিটেইলস প্রজেক্ট রিপোর্ট তৈরি করে ফেলেছেন। পরিদর্শন কালে মন্ত্রীর সাথে ছিলেন পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রদীপ রঞ্জন দাস, জলাই গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ দে, উপ প্রধান বিনেন্দ্র মাহিস্য দাস, পূর্ত দপ্তরের অপর দুই আধিকারিক প্রনব দাস, দেবপ্রিয় সিনহা সহ আরও অন্যান্যরা। 


    AKB TV News 

    23.11.2024

    3/related/default