আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সংসদীয় গণতন্ত্রে হাতিখড়িতেই ওয়েনাড় লোকসভা আসনে বাজিমাৎ প্রিয়াঙ্কা গান্ধীর।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    নির্বাচনী ভাগ্য পরীক্ষায় নেমে প্রথমবারই প্রত্যাশিতভাবে সকলকে তাক লাগিয়ে দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। শুধু পাশই নয়, স্টার মার্কস পেলেন তিনি। ভেঙে ফেললেন দাদা রাহুলের রেকর্ডও। সংসদীয় গণতন্ত্রে হাতিখড়িতেই ওয়েনাড় লোকসভা আসনের উপনির্বাচনে প্রায় চার লক্ষের কাছাকাছি ভোটে এগিয়ে রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী কেরালার এই কেন্দ্র থেকে জিতেছিলেন ৬ লক্ষ ৪৭ হাজার ৪৪৫ ভোটে। নিকটবর্তী প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তাঁর জয়ের ব্যবধান ছিল ৩ লক্ষ ৬৪ হাজার ৪২২। সেই রেকর্ড ইতিমধ্যেই ভেঙে ফেলেছেন প্রিয়াঙ্কা। তবে এখনও পর্যন্ত নির্বাচন কমিশন তাঁকে জয়ী ঘোষণা করেনি। তার আগেই প্রতিদ্বন্দ্বীর থেকে ৪ লক্ষ ৩ হাজার ৯৬৬ ভোটে এগিয়ে রয়েছেন প্রিয়াঙ্কা। প্রসঙ্গত, মাত্র ১৭ বছর বয়সে বাবা রাজীব গান্ধীর হয়ে প্রচার শুরু করেছিলেন তিনি। সাড়ে তিন দশক ধরে রাজনীতির অলিন্দে যাতায়াত করা গান্ধী পরিবারের এই কন্যা এই প্রথম নামলেন ভোটের ময়দানে। এর আগে দিদিমা ইন্দিরা গান্ধী, মা সনিয়া গান্ধী এবং দাদা রাহুল গান্ধীও দক্ষিণ ভারত থেকে লোকসভা ভোটে লড়েছেন। সেই ট্রাডিশন বজায় রাখলেন বাড়ির ছোট মেয়েও। ৩৫ বছরের অভিজ্ঞতা  নিয়ে প্রথমবার ভোটে লড়েই বাজিমাত করলেন প্রিয়াঙ্কা। 


    AKB TV News 

    23.11.2024

    3/related/default