আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    অবৈধভাবে রাজ্যে অনুপ্রবেশের অভিযোগে আটক ১২ জন বাংলাদেশী নাগরিক।।AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধিঃ  

    সীমান্তে কঠোর নিরাপত্তা থাকা সত্ত্বেও বাংলাদেশিদের অবৈধভাবে রাজ্যে প্রবেশ প্রক্রিয়া জারি রয়েছে। ফের শুক্রবার অবৈধভাবে রাজ্যে অনুপ্রবেশের অভিযোগে ১২ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে জিআরপি। এদের মধ্যে শিশুও রয়েছে। এদিন সকালে বিএসএফ এবং জিআরপি পুলিশের হাতে আটক হয় ১২ জন বাংলাদেশি নাগরিক। তারা সকলেই বাংলাদেশের উত্তর জালিয়াপাড়া কক্সবাজার এলাকার বাসিন্দা। গোপন খবরের ভিত্তিতে পুলিশের কাছে খবর আসে গোমতী জেলার করবুক বা শিলাছড়ি  সীমান্তবর্তী এলাকা দিয়ে তেলিয়ামুড়া রেল স্টেশনে কয়েকজন বাংলাদেশী নাগরিক দালালের সাহায্যে আসবেন। তারপর তারা তেলিয়ামুড়া রেল স্টেশনে পৌঁছে রেলে টিকিট কেটে ডেমো রেলে পার্শ্ববর্তী রাজ্য আসামে পাড়ি দেবে। ওই সময়ই জিআরপি এবং বিএসএফ তাদেরকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের প্রথমে হায়দ্রাবাদ উদ্দেশ্যে পাড়ি দেওয়ার কথা ছিল। ধৃতরা হলেন-মোহাম্মদ সিদ্দিক, বয়স ৬০   বছর, মনোরা বেগম, বয়স ৫০ বছর, আব্দুল আজিজ উল্লাহ্, বয়স ২২ বছর, আজিজুল  হক, বয়স ২৫ বছর ; ওবায়দুল উল্লাহ্, বয়স ১৯ বছর, জামিলা খাতুন, বয়স ৫ বছর; খুনশুন, বয়স ১৮ বছর, কূহিনুর আক্তার, বয়স ২২ বছর; সাগরিকা ইয়াসমিন, বয়স ২০, সাতারাই ইয়াসমিন, বয়স ৬ মাস; নুরু সিদ্দিক, বয়স ৫ বছর ও মোহান্তি ইয়াসমিন, বয়স ২ বছর। এদিনই ধৃতদেরকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয় বলে জানা গেছে।


    AKB TV News 

    22.11.2024

    3/related/default