নিজস্ব প্রতিনিধিঃ
গভীর রাতে চড়িলাম পুরানবাড়ি এলাকায় একটি লরি দুর্ঘটনার কবলে পড়ে। অল্পেতে রক্ষা পেল এলাকাবাসী। বুধবার গভীর রাতে বিশালগড়ের উদ্দেশ্যে আসার পথে দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে চড়িলাম পুরান বাড়ি এলাকায় একটি যাত্রী বিশ্রামাগার ভেঙ্গে পুরান বাড়ি নেতাজি সংঘ ক্লাবের বাউন্ডারি ভেঙ্গে একটি ব্যাডমিন্টন স্পোর্টস কমপ্লেক্সের সামনে গিয়ে দুর্ঘটনা কবলে পড়ে একটি লরি। বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এলাকাবাসী। এরপর তারা চালক মন্টু সরকারকে উত্তম মাধ্যম দেয় বলে জানা গেছে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশ্রামগঞ্জ থানা ও বিশালগড় থানার পুলিশ। ওই লরিটি উদয়পুর থেকে আসার সময় বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ছেচুড়িমাই এলাকায়ও একটি গাড়িকে ধাক্কা মেরে পালিয়ে আসার পথে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর উত্তম মধ্যম খেয়েও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিল বলে জানা যায়।
AKB TV News