Type Here to Get Search Results !

‘এক পদ, এক পেনশন’ ব্যবস্থার ১০ বছর পূর্তি ।। AKB TV News


নিজস্ব প্রতিনিধিঃ




৭ই নভেম্বর বৃহস্পতিবার ১০ বছর পূর্তি হল ‘এক পদ, এক পেনশন’ ব্যবস্থার। দেশে এই ব্যবস্থায় চালু হওয়ায় তাতে উপকৃত হয়েছেন ২৫ লক্ষেরও বেশি সশস্ত্র বাহিনীর পেনশনভোগী। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, “এই দিনে ‘এক পদ, এক পেনশন’ বাস্তবায়িত হয়েছিল। এটি ছিল আমাদের প্রবীণ ও প্রাক্তন সেনা কর্মীদের সাহস এবং আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা। যারা আমাদের দেশকে রক্ষা করার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেন। এক পদ, এক পেনশন বাস্তবায়নের সিদ্ধান্তটি এই দীর্ঘস্থায়ী দাবিকে সমাধান করার এবং আমাদের বীরদের প্রতি আমাদের দেশের কৃতজ্ঞতা পুনঃনিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল।”প্রধানমন্ত্রী এক্স মাধ্যমে আরও লেখেন, “এটি আপনাদের সকলকে খুশি করবে যে, এক দশক ধরে, লক্ষ লক্ষ পেনশনভোগী এবং পেনশনভোগী পরিবার এই যুগান্তকারী উদ্যোগ থেকে উপকৃত হয়েছেন। এই ব্যবস্থা আমাদের সশস্ত্র বাহিনীর মঙ্গলের প্রতি সরকারের প্রতিশ্রুতিকে প্রতিনিধিত্ব করে। আমরা সবসময় আমাদের সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে এবং তাদের কল্যাণের জন্য যথাসাধ্য চেষ্টা করব বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।”



AKB TV News

7.11.2024 


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.