নিজস্ব প্রতিনিধিঃ
ফের মর্মান্তিক ঘটনা। কীর্তনের জন্য বন্ধুদের সাথে চাঁদা তুলতে গিয়ে গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল সুজিত দাস নামে এক যুবকের। তার বয়স ৩৫ বছর। শনিবার সন্ধ্যা রাতে বিশালগড় থানাধীন চেলিখলা এলাকায় চিনি বোঝাইকারি একটি লরি থেকে চাঁদা তোলার সময় একটি যাত্রীবাহী অটো তাকে ধাক্কা দেয় বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় সুজিতকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় রেফার করা হয় হাঁপানিয়া হাসপাতালে। কিন্তু হাসপাতালে যাওয়ার পথে মাঝ রাস্তায় অ্যাম্বুলেন্সে প্রাণ হারায় ওই যুবক। এদিকে, বিশালগড় থানার পুলিশ ঘাতক গাড়িটি আটক করতে পারলেও চালককে গ্রেফতার করতে পারেনি। জানা গেছে, সুজিতের মা বাবা দু'জনই বর্তমানে গয়ায় রয়েছেন। মৃতের এক সন্তান বর্তমান।
AKB TV News
24.11.2024