নিজস্ব প্রতিনিধিঃ
২৪শে নভেম্বর রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১১৬ তম ‘মন কি বাত’ রেডিও অনুষ্ঠান সম্প্রচার করা হয়। রবিবার ছিল এনসিসি দিবস। আর সেই উপলক্ষে এদিন মাসিক বেতার অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় নিজের অতীত অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী।এদিন তাঁকে বলতে শোনা যায়, ”আজ বিশেষ একটি দিন। এনসিসি দিবস। এনসিসির নাম উঠলেই মনে পড়ে যায় আমাদের স্কুল-কলেজের দিনগুলো। আমি নিজে এনসিসি ক্যাডেট ছিলাম। আর সেই কারণেই পূর্ণ বিশ্বাস থেকে বলতে পারি সেই অভিজ্ঞতা বড়ই অমূল্য। এনসিসি যুব সম্প্রদায়ের মধ্যে অনুশাসন, নেতৃত্ব ও সেবার আদর্শকে ছড়িয়ে দেয়। আর সেই কারণেই আমি তরুণ প্রজন্মকে বলতে চাই, তাঁরা যেন সকলে এনসিসিতে যুক্ত হয়। এনসিসির অভিজ্ঞতা তাঁদের ব্যক্তিত্বের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ও তাঁদের জীবনকে সমৃদ্ধ করবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।”পাশাপাশি নরেন্দ্র মোদির কথায় উঠে আসে ডিজিটাল লাইফ সার্টিফিকেট প্রসঙ্গও। এই প্রসঙ্গে তিনি বলেন, ”আপনারা জানেন সমস্ত পেনশনভোগীকেই বছরে একবার করে লাইফ সার্টিফিকেট জমা করতে হয়। ২০১৪ সাল পর্যন্ত নিয়ম ছিল, বয়স্ক ব্যক্তিদের নিজে ব্যাঙ্কে গিয়ে তা জমা দিতে হত। যা থেকে কল্পনা করা যায়, তাঁদের কতটা অসুবিধার সম্মুখীন হতে হত। এখন এই অবস্থা বদলেছে। এখন ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার প্রক্রিয়া সরল হয়ে গিয়েছে। বয়স্কদের আর ব্যাঙ্কে যেতে হয় না সেজন্য।”বাড়িতে বসেই সব কিছু করা যায়। যুগ পাল্টেছে, তার সঙ্গে পাল্টেছে সব কিছুই।
AKB TV News
24.11.2024