যেই বিষয় গুলো সাধারণত কেউ কোনদিন ভাবে না, প্রধানমন্ত্রী সেই বিষয় গুলি নিয়ে চিন্তা করেনঃ মুখ্যমন্ত্রী।। AKB TV News

আরশি কথা


 

নিজস্ব প্রতিনিধিঃ  

রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত' অনুষ্ঠানের ১১৬ তম পর্ব সম্প্রচার করা হয়। এদিন তের প্রতাপগড় মন্ডলের অন্তর্গত ৩৯ নং বুথে প্রধানমন্ত্রীর মন কি বাত' অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা সহ দলের অন্যান্য নেতৃত্বরা। এদিন ৩৯ নং বুথের সকলকে নিয়ে মন কি বাত শুনেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান শেষে তিনি বলেন, বিভিন্ন বিষয় গুলো প্রধানমন্ত্রী আমাদের সামনে রেখেছেন। যেই বিষয় গুলো সাধারণত কেউ কোনদিন ভাবেও না আর তার উপকারিতা নিয়েও কেউ চিন্তা করে না। প্রধানমন্ত্রী যেই বিষয় গুলি নিয়ে চিন্তা করেন তা রাজনীতি ক্ষেত্রেই হোক আর সেটা দেশকে সুরক্ষার ক্ষেত্রেই হোক, দেশের উন্নয়নের বিষয়েই হোক, কৃষকদের বিষয়েই হোক, সব বিষয়েই আমরা দেখি তিনি বাস্তব চিত্র আমাদের মধ্যে তুলে ধরেন বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। 


AKB TV News 

24.11.2024


3/related/default