নিজস্ব প্রতিনিধিঃ
বুধবার প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা
নিয়ে পুর নিগমের কর্পোরেটরদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।
এদিন পুর নিগমের কনফারেন্স হলে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ও পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার
যাদব সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। এই যোজনার মূল উদ্দেশ্য হল গ্রাম পঞ্চায়েত
স্তরে শহরে স্থানীয় সংস্থাগুলি এবং পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানগুলিকে উত্সাহিত করা।
যাতে তারা তাদের নিজ নিজ এলাকার মধ্যে আবাসিক ছাদে সোলার স্থাপনে উৎসাহিত হয়। একবার
সোলার ব্যবস্থা বসালে তা অনেকটাই টাকা সাশ্রয় করবে। পাশাপাশি সোলার সিস্টেম ইনস্টল
এর জন্য বিভিন্ন ব্যাংক গুলি ঋণের ব্যবস্থা রেখেছে বলে বৈঠকে এই বিষয় গুলি উঠে আসে।
AKB TV News
28.11.2024