আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ৭৬তম এনসিসি দিবসের অনুষ্ঠানে সাইকেল র‍্যালিতে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    রবিবার ৭৬ তম এনসিসি দিবস উদযাপন করা হয় রাজধানীর লিচুবাগানস্থিত এলবার্ট  এক্কা পার্কে। সেখানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় ও এনসিসি ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ কর্নেল রাজশেখর সহ অন্যান্যরা।এনসিসি দিবস উপলক্ষে প্রথমে দৌড় প্রতিযোগিতা এবং পরে সাইকেল রেলি অনুষ্ঠিত হয়। পতাকা নাড়িয়ে দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যপাল। অন্যদিকে সাইকেল রেলির সূচনা করেন মন্ত্রী টিঙ্কু রায়। রাজ্যপাল নিজে এদিন সাইকেল রেলিতে অংশগ্রহণ করেন। খানিকটা সময় সাইকেলও চালান তিনি।  



    AKB TV News 

    24.11.2024

    3/related/default