নিজস্ব প্রতিনিধিঃ
মারাত্মক পরিস্থিতির শিকার রাজধানী দিল্লী। বিষ বাতাসে প্রাণ হাঁসফাঁস অবস্থা সেই রাজ্যের বাসিন্দাদের। আর সেই পরিস্থিতিকে সামনে রেখে দিল্লিতে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ওয়ার্ক ফ্রম হোমের ঘোষণা করল আপ সরকার। বুধবার দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই জানিয়েছেন, এবার থেকে দিল্লির সরকারি কর্মচারীদের ৫০ শতাংশ বাড়ি থেকে কাজ করবেন।রবিবার থেকে টানা দিল্লির বায়ু দূষণ মাত্রা ‘সিভিয়ার প্লাস’ ক্যাটিগরিতে রয়েছে। অর্থাৎ ভয়ানক দূষিত রাজধানীর বাতাস। বুধবার সকালে দিল্লির দূষণ সূচক মাত্রা রয়েছে ৪২৪-এ। সকাল থেকেই ধোঁয়াশার চাদরে মোড়া চতুর্দিক। কেবলমাত্র দিল্লি নয়, উত্তর ভারত জুড়েই পরিস্থিতি দুর্বিষহ হয়ে উঠেছে। দৃশ্যমানতাও যথেষ্ট কম। ফলে বিমান পরিষেবাও ব্যাহত হচ্ছে। আর এই দূষণ পরিস্থিতির কথা মাথায় রেখে দিল্লির সমস্ত স্কুলে অনলাইনে পঠনপাঠনের শুরু হয়েছে। দিল্লি ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজ গুলিতেও অনলাইনে ক্লাস হচ্ছে। দিল্লির পাশাপাশি গুরুগ্রাম এবং নয়ডার স্কুলগুলিতেও অনলাইন ক্লাস শুরু হয়েছে। সাধারণত দূষণ সূচক মাত্রা ৪৫০ অতিক্রম করলেই তা ‘অতি ভয়ানক’ বলে চিহ্নিত হয়। গত রবিবার থেকে রাজধানীর বাতাসের গুণমান ৪৫০-র গণ্ডি পেরিয়ে যাচ্ছে। ফলে বিশেষজ্ঞদের মতে বিপদসীমার খুব কাছে দিল্লির বাতাসের গুণমান। দিল্লির অধিকাংশ জায়গার বাতাস ‘অতি ভয়ঙ্কর’ পর্যায়ে রয়েছে। যা উদ্বেগ বাড়াচ্ছে আবহাওয়াবিদদের।
AKB TV News
20.11.2024