আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সমবায় সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে রাজ্য ভিত্তিক আলোচনা চক্র অনুষ্ঠিত।। AKB TV News

    আরশি কথা



    নিজস্ব প্রতিনিধিঃ 


    ৭১তম অখিল ভারত সমবায় সপ্তাহ ২০২৪ উপলক্ষে বৃহস্পতিবার রাজ্য ভিত্তিক আলোচনা চক্র অনুষ্ঠিত হয় আগরতলা টাউন হলে। মূল ভাবনা বিকশিত ভারত নির্মাণের ক্ষেত্রে সমবায়ের ভূমিকা নিয়ে হয় এই আলোচনা চক্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও মন্ত্রী শুক্লাচরণ নোয়াতীয়া সহ অন্যান্যরা। অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তার ভাষণে বলেন, বর্তমান সময়ে রাজ্যে বিভিন্ন পেশা ভিত্তিক সমবায় সমিতি আছে। এই মুহূর্তে আমার কাছে যে রেকর্ড আছে ৪২০৫টি বিভিন্ন পেশা ভিত্তিক সমবায় সমিতি গঠন করা হয়েছে রাজ্যে। আমি ২০১৮ সালে দেখেছি , রাজ্যে বেশীর ভাগ সমবায় মুখ থুবড়ে পড়ে আছে, তাদের দরজা খুলে না। তা অজানা নয়, কারন সমবায় সমিতির সঙ্গে আমি বিভিন্ন ভাবে যুক্ত ছিলাম বলে মন্ত্রী জানান। 



    AKB TV News

    14.11.2024 

     

    3/related/default