নিজস্ব প্রতিনিধিঃ
পরিস্থিতির খানিকটা উন্নতি হয়েছে। মূলত আবহাওয়ার পরিবর্তন ও সুপ্রিম কোর্টের নির্দেশে একগুচ্ছ কড়া পদক্ষেপের পর গত দু’দিনে দিল্লির বায়ুদূষণ পরিস্থিতির খানিকটা ‘উন্নতি’ হয়েছে। কিন্তু তারপরও যাতে কোনও রকম ফাঁক গলে ফের পরিস্থিতি খারাপ না–হয়, তা নিশ্চিত করতে শুক্রবার শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, আরও ৭২ ঘণ্টা গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের চতুর্থ ধাপের কঠোর নির্দেশিকা কার্যকর থাকবে। বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি অগাস্টিন জর্জ মসিহর ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, আগামী সোমবার ফের তারা মামলাটি শুনবে। দূষণ নিয়ন্ত্রণে যে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে, তা কিছুটা শিথিল হবে কি না, সেটা পরিস্থিতি বিচার করে ওই দিনই স্থির করবে আদালত। আর এদিনই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী দিল্লির দূষণ পরিস্থিতিকে ‘ন্যাশনাল ইমার্জেন্সি’ হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন।
AKB TV News
23.11.2024