নিজস্ব প্রতিনিধিঃ
নয়া সিদ্ধান্ত দেশের শীর্ষ আদালতের। এবার দেশের ছোট গাড়ির চালকদের জন্য সুখবর। এখন থেকে কোনও রকম ‘আপগ্রেডেশন’ ছাড়াই ছোট পণ্যবাহী গাড়ি বা যাত্রীবাহী ভাড়ার গাড়ি চালাতে পারবেন ছোট গাড়ির লাইসেন্সপ্রাপ্ত চালকরা। বুধবার এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এদিন সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দিল, LVM অর্থাৎ হালকা মোটর যান চালকের লাইসেন্সপ্রাপ্তরা এবার থেকে পণ্যবাহী গাড়ি এবং যাত্রীবাহী ভাড়ার গাড়িও চালাতে পারবেন। তবে সেক্ষেত্রে বেঁধে দেওয়া হয়েছে ওজনের সীমা। LVM লাইসেন্সধারীরা ৭,৫০০ কেজি পর্যন্ত ওজনের পণ্যবাহী গাড়ি চালাতে পারবেন। অর্থাৎ পণ্য ও গাড়ির সম্মিলিত ওজন ৭.৫০০ কেজি না ছাড়ালে আলাদা করে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে না। লাইটওয়েট ভেহিকেল চালানোর লাইসেন্স থাকলেই চলবে।
AKB TV News
6.11.2024