নিজস্ব প্রতিনিধিঃ
বৃহস্পতিবার দু'দিনের জন্য তেলেঙ্গানা রাজ্য সফরে গেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির তেলেঙ্গানা সফরের বিষয়ে প্রেস ইনফরমেশন ব্যুরো'র তরফে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। জানা গেছে,বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হায়দরাবাদে কোটি দীপোৎসবম-এ উপস্থিত থাকবেন। এর পরদিন শুক্রবার তিনি হায়দরাবাদেই ‘লোকমন্থন-২০২৪’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন ও সাংস্কৃতিক উৎসব-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। প্রসঙ্গত উল্লেখ্য, ‘লোকমন্থন’ হল জাতীয়তাবাদী চিন্তাবিদদের দ্বি-বার্ষিক সম্মেলন। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
AKB TV News
21.11.2024