Type Here to Get Search Results !

ফের অশান্ত মণিপুর, জারি করা হয়েছে কারফিউ ।। AKB TV News


 

নিজস্ব প্রতিনিধিঃ


ফের অশান্ত মনিপুর রাজ্য। সিআরপিএফ ক্যাম্পে হামলার পালটা অভিযানে নেমে মণিপুরে মৃত্যু হয়েছে ১১ জঙ্গির। সোমবার এই ঘটনা সংঘটিত হওয়ার পর মঙ্গলবার বন্‌ধের ডাক দিল কুকি গোষ্ঠী। এদিন ভোর ৫টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত মণিপুরের পাহাড়ি এলাকায় বন্‌ধের ঘোষণা করা হয়। অন্যদিকে, জিরিবাম জেলা-সহ আশেপাশের বেশকিছু এলাকায় কারফিউ জারি করা হয়েছে প্রশাসনের তরফে। কোনও রকম অশান্তি এড়াতে বিপুল সংখ্যায় সেনা মোতায়েন করা হয়েছে এলাকায়। প্রসঙ্গত, সোমবার জিরিবাম জেলার বোরোবাকেরা এলাকায় হামলা চালায় কুকি জঙ্গিরা। বেশ কিছু বাড়িতে আগুন লাগানো হয়। এরপর জিরিবাম জেলার বোরোবাকেরা পুলিশ স্টেশনকে নিশানা করে তারা। সেখান থেকে সিআরপিএফের ক্যাম্পে হামলার চেষ্টা চালায় জঙ্গিরা। পর পর এই ঘটনায় পালটা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। গুলির লড়াইয়ে মৃত্যু হয় ১১ জঙ্গির। মৃত জঙ্গিদের কাছ থেকে ৪টি এসএলআর, ৩টি একে ৪৭, একটি আরপিজি-সহ বিপুল পরিমাণ গোলাগুলি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এই হামলায় আহত হন দুই সিআরপিএফ জওয়ান। অন্যদিকে, কুকিরা ৫ গ্রামবাসীকে অপহরণ করে নিয়ে গেছে বলে জানা গেছে। 



AKB TV News

12.11.2024 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.