নিজস্ব প্রতিনিধিঃ
শহরকে যানজট মুক্ত রাখতে রাজধানীর বিভিন্ন স্থানে ট্রাফিক দপ্তরের অভিযান জারি রয়েছে। এরই অঙ্গ হিসেবে সোমবার সপ্তাহের প্রথম দিন রাজ্য পুলিশ, ট্রাফিক দপ্তর, আগরতলা পুর নিগম ও ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের তরফে অভিযান চালানো হয় রাজধানীর পুরনো মোটর স্ট্যান্ড এলাকায়। যে সকল দোকানদার বেআইনি ভাবে ব্যবসা করছেন এবং যারা রাস্তার কিনারে বাইক বা গাড়ি রাখছেন তাদেরকে জরিমানা করা হয়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাফিক এস পি মানিক দাস জানান, এটা আমাদের একটা জয়েন্ট ড্রাইভ। আগরতলা শহরের যত গুলি ব্যস্ততম এলাকা রয়েছে তার মধ্যে একটা হল পুরনো মোটর স্ট্যান্ড এলাকা। এখানে ফুটপাত দখল করে ব্যবসায়ীরা ব্যবসা করছেন। এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।
AKB TV News
11.11.2024