Type Here to Get Search Results !

মণিপুরে অশান্তিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে বড়সড় পদক্ষেপ কেন্দ্রের।। AKB TV News


 

নিজস্ব প্রতিনিধিঃ

এক বছরেরও বেশি সময় ধরে উত্তর পুর্বাঞ্চল রাজ্য মণিপুরে অশান্তিকর পরিস্থিতি বিরাজ করছে। মণিপুরের পরিস্থিতি নিয়ে পরপর দু'দিন বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার দিল্লিতে নিজের বাসভবনে উচ্চ পদস্থ নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করেন। মণিপুরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খোঁজ খবর নেন। তারপরই আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তার মধ্যে ৩৫ কোম্পানি সিআরপিএফ এবং ১৫ কোম্পানি বিএসএফ। চলতি সপ্তাহের মধ্যেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যাতে মণিপুরে পৌঁছে যান, তার নির্দেশ দেওয়া হয়। এর আগে গত ১২ই নভেম্বর ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মণিপুরে মোতায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গত বছরের মে মাস থেকে বার বার উত্তপ্ত হয়েছে উত্তর-পূর্বের এই রাজ্য। শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবরকম পদক্ষেপের বার্তা দিয়েছে কেন্দ্র। মণিপুরের পরিস্থিতি নিয়ে রবিবারও বৈঠক করেছিলেন অমিত শাহ। এদিকে, মণিপুরে সাম্প্রতিক হিংসার তিনটি মামলার তদন্তভার গ্রহণ করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে মণিপুর পুলিশের কাছ থেকে মামলা তিনটির তদন্তভার নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 



AKB TV News 

19.11.2024

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.