আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আগরতলা বইমেলা ২০২৫ এর পরিচালন কমিটির সভা অনুষ্ঠিত।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    আসন্ন আগরতলা বইমেলা। এই বইমেলাকে সামনে রেখে মঙ্গলবার রাজধানীর  মুক্তধারা অডিটোরিয়ামে ৪৩ তম আগরতলা বইমেলার ২০২৫ এর পরিচালন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত,পশ্চিম জেলার জেলা সহ সভাধিপতি বিশ্বজিত শিল, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার  ভট্টাচার্য ও কালচারাল কমিটির চেয়ারম্যান সুব্রত চক্রবতী অন্যানরা। সভায় ৪৩তম বই মেলার স্থান ও থিম নিয়ে আলোচনার পাশাপাশি ৪২তম বইমেলা নিয়ে বক্তব্য রাখেন অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। তিনি বলেন, প্রতি বছরই আমাদের বইমেলার একটা থিম থাকে। মেলার পরিচালন কমিটির সঙ্গে আলোচনা করে, কমিটির কাছ থেকে সাজেশন নিয়ে আমরা থিম স্থির করে থাকি বলে তিনি জানান। 


    AKB TV News 

    19.11.2024


    3/related/default