আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ব্রাজিলে পৌঁছতেই সংস্কৃত শ্লোক মন্ত্রোচারণ করে স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রীকে।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    তিন দেশের সফরে ব্রাজিলে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাইজেরিয়া সফর সেরে সোমবার ব্রাাজিলে পৌঁছলেন তিনি। আর ব্রাজিলে পৌঁছতেই সম্পূর্ণ ভিন্ন কায়দায় স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রীকে। সংস্কৃত শ্লোক মন্ত্রোচারণ করে স্বাগত জানানো হয় নরেন্দ্র মোদীকে।  ব্রাজিলে জি-২০ লিডার সামিটে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে রিও ড জেনেইরোতে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তিনি প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবুর সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেন। দীর্ঘক্ষণ কথা বলেন ব্রাজিলে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের সঙ্গেও। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “রিও ডি জেনেইরোতে প্রবাসী ভারতীয়দের উষ্ণ অভ্যর্থনা পেয়ে আমি আপ্লুত। মহাদেশগুলির মধ্যে পারস্পরিক সম্প্রীতিকেই তুলে ধরে এই শক্তি ও উৎসাহ।”ব্রাজিলে জি-২০ সামিটে যোগ দেবেন প্রধানমন্ত্রী। চিনের প্রধানমন্ত্রী শি জিনপিং ও আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও এই সামিটে যোগ দেবেন বলে জানা গেছে।


    AKB TV News 

    18.11.2024 


    3/related/default