আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কিছু মানুষ সংসদে নিজের রাজনৈতিক ফায়দা খোঁজার চেষ্টা করছেঃপ্রধানমন্ত্রী।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    সোমবার থেকে শুরু হল সংসদের শীতকালীন অধিবেশন। অধিবেশন চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত। এদিন সকালে অধিবেশন শুরুর আগে সংসদ চত্বরে দাঁড়িয়ে দেশবাসীর উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন কঠোর সুরে বিরোধীদের আক্রমণ শানালেন। তিনি অভিযোগ করলেন, কিছু বিরোধী দল সুষ্ঠু আলোচনা চায়। তবে মুষ্টিমেয় কিছু লোক নিজেদের স্বার্থে গুন্ডামি করে সংসদকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। শীতকালিন অধিবেশনে সংসদে সুস্থ পরিবেশে আলোচনার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, “এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে কিছু মানুষ সংসদে নিজের রাজনৈতিক ফায়দা খোঁজার চেষ্টা করছে। এদেরকে দেশের জনতা ছুড়ে ফেলে দিয়েছে। তারপরও মুষ্টিমেয় কিছু লোক গুন্ডামি করে সংসদকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সংসদের কার্যকলাপ বন্ধ করে তাঁদের লাভ কিছুই হয় না, যেটা হয় তা হল জনতা ওদের থেকে আরও দূরে সরে যায়। এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি, বার বার জনতার কাছে প্রত্যাখ্যাত হওয়ার পরও এদের শোধরানোর কোনও লক্ষণ নেই।” তারা তাদের পদ নিয়ে বেহাল তবিয়তে রয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। 



    AKB TV News 

    25.11.2024