Type Here to Get Search Results !

সুসময় ফিরল দেশের শেয়ার বাজারের।।AKB TV News


 

নিজস্ব প্রতিনিধিঃ  

সপ্তাহের প্রথমেই চাঙ্গা শেয়ার বাজার। দুঃসময় কাটিয়ে অবশেষে সুসময় ফিরল, দালাল স্ট্রিটে। আগের বহু ধাক্কা সামলে গিয়ে সোমবার সকালে ১২০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স। এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নিফটিও। সোমবার সকালে শেয়ার বাজারের চিত্র দেখে বিশেষজ্ঞরা আশা করছেন, অতীতের রক্তক্ষরণ কাটিয়ে এবার ভাল সময় আসতে চলেছে বাজারে। এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, এদিন দালাল স্ট্রিট খোলার পরই গ্রিন সিগন্যাল দেখা যায় বাজারে। ৯.১৫ মিনিটে ১২১২ পয়েন্ট বাড়ে সেনসেক্স। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ১.৫৩ শতাংশ বেড়ে পৌঁছে যায় ৮০,৩২৯। এর পাশাপাশি, ৩৮১ পয়েন্ট বাড়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা নিফটির সূচক। যার জেরে ১.৬০ শতাংশ বেড়ে নিফটি পৌঁছে যায় ২৪,২৮৯। এদিন যে শেয়ারগুলিতে সবচেয়ে বেশি বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে সেগুলি হল, জোম্যাটো, ভারত ইলেকট্রনিক্স, ওএনজিসি, হ্যাল, এলটি-এর মত শেয়ার। 



AKB TV News 

25.11.2024

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.