আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সরকারের মূল লক্ষ্য সচেতনতা বৃদ্ধি করা ।। জাতীয় ভোক্তা দিবস অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    ২৪শে ডিসেম্বর জাতীয় ভোক্তা দিবস। এই উপলক্ষে রাজ্যের খাদ্য দপ্তরের উদ্যোগে রাজধানীর প্রজ্ঞা ভবনে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, সদর এসডিএম মানিক লাল দাস, সেক্রেটারি সঞ্জয় ভট্টাচার্য ও আইন সচিব সহ অন্যান্যরা। অনুষ্ঠানে দফতরের মন্ত্রী তার ভাষণে বলেন, যারা কালো বাজারির সঙ্গে যুক্ত ECA অ্যাক্ট'টাকে আমরা ক্যাবিনেট করে যদি বিল আকারে প্রয়োজনে বিধানসভা পাশ করাতে হয়, আমরা করিয়ে দৃষ্টান্ত মূলক ভাবে শাস্তি প্রদান করা যায়, আমরা সেটা করব। কিন্তু যেহেতু কন্টারেন্স লিস্টে আছে কেন্দ্রীয় সরকার যতক্ষণ না পর্যন্ত করবে, আমরা করতে পারি। করে প্রেসিডেন্ট থেকে পারমিশন আনতে হবে। তবে সেটা একটু সময় সাপেক্ষ ও কঠিন ব্যাপার। তাই সাধারণ যারা ভোক্তা, সেই ভোক্তাকে সচেতনার উপর আমাদেরকে নির্ভর করতে হবে। সরকারের মূল লক্ষ্যই সচেতনতা বৃদ্ধি করা বলে তিনি জানান। 



     

    AKB TV News

    24.12.2024


    3/related/default