নিজস্ব প্রতিনিধিঃ
দুঃসময় কোন ভাবেই পিছু ছাড়ছে না রাহুল গান্ধীর। সংসদ চত্বরে ধাক্কাধাক্কির ঘটনায় কংগ্রেস ওই সাংসদের বিরুদ্ধে এবার তদন্তে নামল দিল্লির ক্রাইম ব্রাঞ্চ। সেদিন ঠিক কী ঘটেছিল সংসদে, তা জানতে ক্রাইম সিনে গিয়েই ঘটনার পুনর্নিমাণ করবে তদন্তকারীরা। এমনটাই জানা গেছে । অতি সম্প্রতি সংসদ চত্বরে ধাক্কাধাক্কির ঘটনায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে এবার তদন্তে নামল দিল্লির ক্রাইম ব্রাঞ্চ। ইতিমধ্যে, সংসদ চত্বরে অনুসন্ধান ও তদন্তের জন্য লোকসভার সেক্রেটারি জেনারেল উৎপল কুমার সিংকে চিঠি পাঠিয়ে অনুমতি চেয়েছে তদন্তকারীরা। একই সঙ্গে চাওয়া হয়েছে ঘটনার দিনের সিসিটিভি ফুটেজও। প্রসঙ্গত, গত সপ্তাহে অম্বেদকর ইস্যুতে উত্তেজনা ছড়ায় সংসদ চত্বরে। সংসদের মূল দরজা দিয়ে মিছিল করে প্রবেশ করার চেষ্টা করতেই কংগ্রেস সাংসদদের রুখে দেয় বিজেপি সাংসদরা। প্রথমে বচসা, তারপর ধাক্কাধাক্কি থেকে শুরু হয়ে যায় হাতাহাতিও। এই উত্তেজনার মাঝেই নাকি প্রতাপচন্দ্র সারেঙ্গি নামে এক বিজেপি সাংসদকে ধাক্কা মেরে ফেলে দেন রাহুল গান্ধী, এমনটাই অভিযোগ। ঘটনায় আহত হন আরেক বিজেপি সাংসদ মুকেশ রাজপুত। উল্লেখ্য, তৎক্ষণাৎ রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন সাংসদ অনুরাগ ঠাকুর। সেই অভিযোগের ভিত্তিতেই রাহুল গান্ধীর বিরুদ্ধে তদন্তে নেমেছে পুলিশ। সোমবার দিল্লির আরএমএল হাসপাতাল থেকে ছাড়া পায় সংসদে ধস্তাধস্তিতে আহত দুই বিজেপি সাংসদ। সেই ভিত্তিতেই তাদের বয়ান রেকর্ডের সিদ্ধান্ত নেয় পুলিশ। কিন্তু ছাড়া পাওয়ার কিছুক্ষণের মধ্যেই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে যান তারা। এরফলে বয়ান রেকর্ড করা সম্ভব হয়ে ওঠে না। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের শারীরিক অবস্থার উন্নতি হলেই বয়ান রেকর্ড করবে তদন্তকারীরা।সংসদে ধস্তাধস্তির ঘটনায় যখন রাহুল গান্ধীর বিরুদ্ধে আসরে নেমেছে বিজেপি। সেই পরিস্থিতিতে চুপ করে কিন্তু বসে থাকেনি কংগ্রেস। তাদের এক দল সাংসদ গোটা ঘটনার ভিত্তিতে থানায় অভিযোগ দায়ের করে।
AKB TV News
24.12.2024