নিজস্ব প্রতিনিধিঃ
এক বা দুই নয়, দীর্ঘ সাত মাস পর নয়া চেয়ারম্যান পেল জাতীয় মানবাধিকার কমিশন। চেয়ারম্যান পদে দায়িত্ব নিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভি রামসুব্রহ্মণ্যম। তিনি জাতীয় মানবাধিকার কমিশনের উনিশতম চেয়ারপার্সন। এরসঙ্গে কমিশনের সদস্য হিসেবে জাতীয় শিশু অধিকার কমিশনের চেয়ারম্যান প্রিয়ঙ্ক কানুনগো ও অবসরপ্রাপ্ত বিচারপতি ডা. বিদ্যুৎ রঞ্জন সারেঙ্গীকে নিয়োগ করলেন রাষ্ট্রপতি। প্রসঙ্গত, ২০২৪ সালের ১লা জুন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদ থেকে অবসর নেন অরুণ কুমার মিশ্র। তারপর থেকে ফাঁকাই পড়েছিল এই পদটি। কমিশনের নয়া চেয়ারম্যানের নাম ঠিক করতে গত ১৮ই ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিরোধী দলনেতা রাহুল গান্ধী, রাজ্যসভার সাংসদ মল্লিকার্জুন খাড়গেরা বৈঠকে বসেছিলেন। সেখানেই সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভি রামসুব্রহ্মণ্যমের নাম চূড়ান্ত হয়।
AKB TV News
24.12.2024