নিজস্ব প্রতিনিধিঃ
শুক্রবার বিলোনীয়া সার্কিট হাউসে রাজ্যের পশুপালন উন্নয়ন ,মৎস্য ও তপশিলি জাতি উন্নয়ন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের পৌরহিত্যে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশিষ্ঠ অর্থনীতিবিদ ডা. মনমোহন সিংয়ের স্মরনে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এদিন পর্যালোচনা বৈঠকে তিন দফতরের মন্ত্রী ছাড়াও জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, সহকারী সভাধিপতি, স্থানীয় বিধায়ক ও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ তিন দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে মন্ত্রী সুধাংশু দাস বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার পশুপালন উন্নয়ন, মৎস্য ও তপশিলি উন্নয়ন দপ্তরের জন্য ২০২৪-২৫ অর্থ বর্ষে যে বাজেট বরাদ্দ করেছিল তা কতটা বাস্তবায়িত হয়েছে । কতটুকু হয়নি সে বিষয়ে আলোচনা করা হয় বলে মন্ত্রী জানান।
AKB TV News
27.12.2024