নিজস্ব প্রতিনিধিঃ
দেশের প্রধানমন্ত্রী পদে আসিন হওয়ার আগে দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এর পাশাপাশি তিনি দায়িত্ব পালন করেছেন অর্থনৈতিক উপদেষ্টা এবং রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর হিসাবে। বলা যায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জীবন ও কেরিয়ার ছিল বেশ আকর্ষণীয়। মনমোহন সিং-ই দেশের একমাত্র প্রধানমন্ত্রী ছিলেন, যার স্বাক্ষর রয়েছে দেশের মুদ্রা তথা টাকায় । ২৬শে ডিসেম্বর বৃহস্পতিবার রাতে বার্ধক্য জনিত অসুস্থতার কারণে প্রয়াত হন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। শনিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে। প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধার্ঘ জানাতে কেন্দ্রের তরফে ৭ দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করা হয়েছে। সেই সময় অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। মনমোহন সিংয়ের কর্মজীবনের কথা বলতে গেলেই এমন এক সাফল্যের উল্লেখ করতে হয়, যার ভাগিদার একমাত্র তিনিই। মনমোহন সিং-ই দেশের একমাত্র প্রধানমন্ত্রী, যার স্বাক্ষর ছিল টাকায়। দেশের মুদ্রা অর্থাৎ রুপিতে স্বাক্ষর করার সম্মান বা অধিকার সকলের হয় না। একমাত্র রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নরই এই সম্মান পান। প্রতিটি নোটে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের স্বাক্ষর থাকে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পরিবর্তন হলে মুদ্রিত নোটে গভর্নরের স্বাক্ষরও পরিবর্তন হয়। নতুন গভর্নরের স্বাক্ষর যোগ হয় নোটে। প্রসঙ্গত উল্লেখ্য, রাজনীতিতে প্রবেশের আগে তিনি রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসাবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৮২ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত তিনি আরবিআই-র গভর্নর ছিলেন। সেই সময় দেশের মুদ্রায় মনমোহন সিংয়ের স্বাক্ষর ছিল। তার মৃত্যুতে দেশের এক অভাবনীয় ক্ষতি হয়েছে বলে এমনটাই অভিমত দেশের রাজনৈতিক মহলের।
AKB TV News
27.12.2024