আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ত্রিপুরা ইলেক্ট্রনিক্স মিডিয়া সোসাইটির পঞ্চম রাজ্য সম্মেলনঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি, আরশিকথাঃ


    রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা ইলেক্ট্রনিক্স মিডিয়া সোসাইটির পঞ্চম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। দুটি পর্বে বিভক্ত এই সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্য সভার সাংসদ রাজীব ভট্টাচার্য।

    উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিশিষ্ট সাংবাদিক  শানিত দেবরায়, সোসাইটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রনব সরকার, জয়ন্ত ভট্টাচার্য এবং সোসাইটির সম্পাদক  সৌরজিৎ পাল সহ আরও অনেকে।

    সম্মেলনের শুরুতেই সম্পাদক সৌরজিৎ পাল সোসাইটির কার্যক্রম এবং প্রতিবেদন উপস্থাপন করেন। এরপর বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বর্তমান সরকারকে মিডিয়া বান্ধব বলে উল্লেখ করে তিনি বলেন, সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এবং এটি সত্য প্রকাশ ও মিথ্যা উন্মোচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংবাদ মাধ্যম সরকারের ভুল-ত্রুটি শুধরে নেওয়ার সহায়ক এবং সমাজ পরিবর্তনের চালিকা শক্তি। অপরদিকে, বিধায়ক দীপক মজুমদার তার বক্তব্যে সাংবাদিকতার নৈতিকতা ও দায়িত্বশীলতার ওপর জোর দেন। তিনি বলেন, ব্যক্তিগত শত্রুতা বা পক্ষপাত মূলক দৃষ্টিভঙ্গি দিয়ে সংবাদ পরিবেশনের প্রবণতা রোধ করা উচিত। এছাড়াও, সোসাইটির দাবিগুলো তিনি মুখ্যমন্ত্রী এবং সরকারের কাছে উপস্থাপন করবেন বলে প্রতিশ্রুতি দেন।

    সম্মেলনের দ্বিতীয় পর্বে বিভিন্ন জেলা ও মহকুমা থেকে আগত প্রতিনিধিরা তাদের মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন। প্রায় ২০০ জন প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনের শেষ পর্যায়ে পুরাতন কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি হিসেবে প্রনব সরকার এবং সম্পাদক হিসেবে সৌরজিৎ পাল নির্বাচিত হন। উপদেষ্টা মণ্ডলীতে সঞ্জয় পাল, শানিত দেবরায়, দেবাশিষ ভট্টাচার্য, সঞ্জীব দেব, জয়ন্ত ভট্টাচার্য এবং সৈয়দ সাজ্জাদ আলি মনোনীত হন।
    মোট ২৪ জন সদস্য নিয়ে গঠিত এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ৮ই ডিসেম্বর ২০২৪

    3/related/default