আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পুর নিগমের ২১ নং ওয়ার্ডের উদ্যোগে ৫০০ জন নাগরিকের হাতে ২টি করে এল ই ডি বাল্ব বিতরণ ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ      

    আগরতলা পুর নিগমের ২১ নং ওয়ার্ডের উদ্যোগে ওয়ার্ড অফিস এলাকার ৫০০ জন নাগরিকের হাতে ২টি করে  এল ই ডি বাল্ব তুলে দেওয়া হয় রবিবার এক অনুষ্ঠানের মাধ্যমে। পাশাপাশি গত তিন বছরে এই ২১ নং ওয়ার্ড এলাকায় কি কি কাজ সম্পন্ন করা হয়েছে  সে ব্যাপারে একটি রিপোর্ট কার্ড ও জনগণের উদ্দেশ্যে তুলে ধরেন এলাকার কর্পোরেটর অলোক ভট্টাচার্য।

    এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য , প্রাক্তন বিধায়ক ডাঃ  দিলিপ দাস , বিশিষ্ট সংবাদ ব্যাক্তিত্ব সুবল কুমার দে, প্রনব সরকার, শান্তুনু ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন এলাকার কর্পোরেটর উনার তিন বছরের কাজের একটা রিপোর্ট কার্ড জনগণের সামনে তুলে ধরেছেন। এটাই একজন জনপ্রতিনিধির লক্ষন যে তিনি কি কাজ করেছেন। আর তা পেশ করে তিনি সৎ সাহসিকতার উদাহরণ রেখে গেছেন বলে এদিন কর্পোরেটর এর কাজের ভূয়সী প্রশংসা করেন তিনি। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এদিন কর্পোরেটর অলক ভট্টাচার্য  উনার কর্পোরেটর  হিসেবে তিন বছর পূর্তি উপলক্ষে কাজের খতিয়ান স্বরুপ রিপোর্ট কার্ড তুলে ধরেন উপস্থিত জনগণের মধ্যে। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজ্যের বিশিষ্ট সংবাদ ব্যাক্তিত্ব সুবল কুমার দে , প্রনব সরকার প্রমুখ। প্রসঙ্গত, জানা যায় গত আগস্ট মাসে ভয়াবহ বন্যায় এলাকায় ক্ষতিগ্রস্তদের মধ্যে খুবই দুর্বিষহ অবস্থায় থাকা বেশ কয়েকটি পরিবারকে স্থানীয় ক্লাব বিজয়ী সংঘে সাময়িক সময়ের জন্য আশ্রয় দিয়ে ক্লাব সদস্যরা তাদের থাকা খাওয়ার দায়িত্ব সম্পন্ন করে ২১ নং ওয়ার্ডের পরামর্শ ক্রমে।
    এই উপলক্ষে ক্লাব কর্তিপক্ষের তরফে যে মোট খরচ হয়েছিল এই আর্থিক রাশি এদিন ক্লাব কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় ২১ নং ওয়ার্ডের তরফে।



    AKB TV News

    8.12.2024  

    3/related/default