আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাহুল গান্ধীর বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগ, আহত বিজেপি'র দুই সাংসদ ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    বর্তমানে সংসদে শীতকালীন অধিবেশন চলছে। অধিবেশন চলাকালীন বৃহস্পতিবার সকালে সংসদ চত্বরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন কংগ্রেস এবং বিজেপি সাংসদরা। ঘটনায় ওড়িশার বালাসোরের সাংসদ প্রতাপ সারেঙ্গীর মাথা ফেটেছে বলে অভিযোগ। এদিকে, গুরুতর আহত হয়েছেন উত্তরপ্রদেশের ফারুখাবাদের সাংসদ মুকেশ রাজপূতও। বিজেপির অভিযোগ, ওই দুই সাংসদই আহত হয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ধাক্কায়। রাহুল গান্ধী ফারুখাবাদের সাংসদ মুকেশ রাজপুতকে ধাক্কা মারেন। তখনই তিনি পড়ে যান প্রতাপ সারেঙ্গীর উপর। ঘটনায় সারেঙ্গীর মাথা ফেটে রক্ত ঝরে। মুকেশও আহত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি। এব্যাপারে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, “রাহুল গান্ধীর ধাক্কায় দুই বিজেপি সাংসদ গুরুতর আহত হয়েছেন। কোনও সাংসদ কীভাবে সংসদ চত্বরে বল প্রয়োগ করতে পারেন? কোন আইন এটার অনুমতি দিচ্ছে। এদিকে, বিজেপি সূত্রের খবর, আহত দুই সাংসদই হাসপাতালে ভর্তি। তাঁদের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু ঘটনা নিয়ে সম্পূর্ণ অন্য কথা বলছে কংগ্রেস। কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুরের অভিযোগ, কংগ্রেস সাংসদরা সংসদে ঢুকতে গেলে বিজেপি সাংসদরা তাদেরকে বাধা দেন। লাঠিসেটা হাতে করে সংসদে এসেছিলেন বিজেপি সাংসদরা। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গেকে লক্ষ্য করে স্লোগান দেওয়া হয়, এমনকি কটূক্তি করা হয়। এদিকে, রাহুল গান্ধীর নিজের দাবি, “আমি সংসদে ঢুকতে গেলে বিজেপি সাংসদরা ঘিরে ধরেন। আমাকে ধাক্কা দেওয়া হয়। ধাক্কাধাক্কি বলতে এটুকুই হয়েছে। এদিকে, ঘটনার পর ফোন করে আহত দুই সাংসদের সঙ্গে কথা বলে তাদের খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।



    AKB TV News

    19.12.2024  

    3/related/default