আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিনামূল্যে রেশন দেওয়ার বদলে কর্মসংস্থানের দিকে নজর দিন, কেন্দ্রকে পরামর্শ সুপ্রিম কোর্টের ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    অতি সম্প্রতি দেশের সুপ্রিম কোর্টে ২০১৩ সালের খাদ্য সুরক্ষা আইন মোতাবেক এক স্বতঃপ্রণোদিত মামলার শুনানি ছিল। শুনানিতে ওঠে আসে বিনামূল্যে রেশন দেওয়া সম্পর্কিত বিষয়টি। আদালতের তরফে বলা হয়, এভাবে দেশজুড়ে বিনামূল্যে রেশন দেওয়ার প্রবণতা বাড়তে থাকলে রাজ্য সরকার গুলি সাধারণ মানুষদের মন জয় করতে বেশি বেশি রেশন কার্ড বিলি করবে। এক্ষেত্রে রাজ্য গুলি জানে তারা কার্ড দিলেও রেশন দেওয়ার দায়িত্ব শুধু কেন্দ্রের। এবিষয়ে আদালত জানিয়েছে, রাজ্য গুলিকে যদি দায়িত্ব নিয়ে রেশন দিতে বলা হয়, তাহলে অধিকাংশ রাজ্যই টাকার অভাবের কথা উল্লেখ করে রাজি হবে না। এরপরই আদালত বলে যে, কেন্দ্রের উচিত শুধুমাত্র বিনামূল্যে রেশন না দিয়ে জন সাধারণের কর্মসংস্থানের ব্যবস্থা করা। এর ফলেই সাধারণের ক্রয় ক্ষমতা বাড়বে এবং তাঁরা বিনামূল্যে রেশনের মুখাপেক্ষী হবে না। প্রসঙ্গত, ২০২০ সালে এই বিষয়ে একটি স্বতঃপ্রণোদিত মামলা করা হয়। তারই শুনানি ছিল গত সোমবার। সেখানে কেন্দ্রের তরফে সলিসিটার জেনারেল তুষার মেহতা জানান, জাতীয় খাদ্য সুরক্ষা আইন ২০১৩ অনুযায়ী দেশজুড়ে ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। যদিও এই দাবির পালটা দিয়ে আইনজীবী প্রশান্ত ভূষণ জানান, ২ থেকে ৩ কোটি মানুষ এখনও এই পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন। তাঁর আরও অভিযোগ, বঞ্চনা নিয়ে কোনও পদক্ষেপ করছে না কেন্দ্র। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৮ই জানুয়ারি।

     



    AKB TV News

    11.12.2024  

    3/related/default