মুখ্যমন্ত্রীর হাত ধরে ৬৮তম জাতীয় স্কুল গেমসের সূচনা হবে ।। যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রী ।। AKB TV News

আরশি কথা


 

নিজস্ব প্রতিনিধিঃ  

আগামী ১২ই ডিসেম্বর থেকে রাজধানীর এন এস আর সি সি'তে ৬৮তম জাতীয় স্কুল গেমস ১৭ বছর অনুর্ধ বালিকা জুডো প্রতিযোগিতার সূচনা হবে। তা চলবে ১৫ই ডিসেম্বর পর্যন্ত। রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দফতরের উদ্যোগে হবে ৬৮তম জাতীয় স্কুল গেমস । এই জাতীয় স্কুল গেমসকে সামনে রেখে বুধবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দফতরের মন্ত্রী টিঙ্কু রায়। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ১২ই ডিসেম্বর দুপুরে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে ৬৮তম জাতীয় স্কুল গেমসের সূচনা হবে। দেশের ২৭টি রাজ্য ও চারটি অন্যান্য সংস্থা এই গেমসে অংশ গ্রহন করবে। প্রায় সাড়ে তিনশোর কাছাকাছি প্রতিনিধি আসবে বলে মন্ত্রী জানান। 

  

 

AKB TV News

11.12.2024  

3/related/default