আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    এনসিসি যুবাদের মধ্যে দেশ প্রেমের সাথে সাথে লিডারশীপ তৈরি করে ।। রাজ্যপাল ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    রাজ্যের অভিভাবকদের প্রতি তাদের সন্তান সন্ততিদেরকে NCC তে যোগদান করার জন্য উৎসাহিত করার আবেদন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। মঙ্গলবার আগরতলার  শহিদ ভগত সিং যুব আবাসে অনুষ্ঠিত রাজ্যে প্রথম বারের মত জাতীয় স্তরের এক ভারত শ্রেষ্ঠ ভারত  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে একথা বলেন তিনি। এদিন তিনি  দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ক্যাডেটদের সাথে কথোপকথন করেন। তিনি জানান NCC যুবাদের মধ্যে দেশ প্রেমের সাথে সাথে লিডারশীপ তৈরি করে। তাদের মধ্যে নিয়মানুবর্তিতা শেখায়। NCC তে যোগদান করে আজ যুবারা সমাজের বিভিন্ন ব্যাধির বিরুদ্ধে সমাজ সচেতন করে চলছে। সব দিক থেকে NCC যুবাদের ছোটবেলা থেকেই তৈরি করছে বলে জানান তিনি। 




    AKB TV News

    17.12.2024  

    3/related/default