নিজস্ব প্রতিনিধিঃ
শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে ৬৫ লক্ষ জমির পাট্টা বা সম্পত্তি কার্ড
বিলি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের দশটি রাজ্য ও দু’টি কেন্দ্রশাসিত
অঞ্চলে বিলি করা হল এই সম্পত্তি কার্ড। কেন্দ্রের স্বমিতভা প্রকল্পের আওতায় চলে এই
বন্টন প্রক্রিয়ার কাজ। এদিন আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদান করেন
প্রধানমন্ত্রী।এদিকে, প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, স্বমিতভা প্রকল্পের
আওতায় দেশের দশটি রাজ্য ও দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫০ হাজার গ্রামে জমির
পাট্টা বিলি করা হয়েছে কেন্দ্রের তরফে। উপভোক্তা হয়েছেন ৬৫ লক্ষ। ভোটার কার্ড,
রেশন কার্ড, আধার কার্ড তো সকলেরই পরিচিত। কিন্তু এই সম্পত্তি কার্ডের বিষয়টা কী?
জানা যায়, গ্রামীণ নাগরিককে এই কার্ড দেওয়া হবে। মূলত, গ্রামের বসত জমি ও বাড়ির
পরিচয় পত্র এই কার্ডটি। অনেকটাই জমির পাট্টার মতই কাজ এই কার্ডের। কেন্দ্রের
স্বমিতভা প্রকল্পের আওতাতেই এই কার্ড বিলি করছে কেন্দ্র। ইতিমধ্যে যার উপভোক্তা
হয়েছেন লক্ষ লক্ষ গ্রামীণ নাগরিক।
AKB TV News
18.01.2025