নিজস্ব প্রতিনিধিঃ
ছেলের ওষুধ কেনার জন্য বাবার কাছে টাকা নেই। পর পর দু’বার অপারেশনের কারনে ৫ বছরের শিশুটির বাবা একেবারে নিঃস্ব হয়ে গেছেন। এখন তৃতীয়বার অপারেশনের জন্য প্রচুর টাকা লাগবে।বর্তমানে জিবি হাসপাতালে ভর্তি ওই শিশুটি। জানা গেছে, পেটের সমস্যার জন্য ৫ বছরের আয়ুশ দাসের বাবা প্রথমে তাকে সাব্রুম হাসপাতালে ভর্তি করিয়েছিল।সাব্রুম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করার পর শান্তি বাজার হাসপাতালে রেফার করে দেয় আয়ুশকে। শান্তি বাজার হাসপাতাল থেকে একটি ইনজেকশন দিয়ে জিবি হাসপাতালে রেফার করে দেয়। তারপর জিবি হাসপাতালে নিয়ে আসার পর কিছুদিন ভর্তি রাখার পর জিবি হাসপাতালে আয়ুসের অপারেশন করা হয়। অপারেশনের পর শিশুটি সুস্থ হয়ে গেলে জিবি হাসপাতাল থেকে তাকে ছুটি দেওয়া হয়। তারপর জিবি থেকে বাড়ি যাওয়ার পর পেটে আবার ব্যথা শুরু হয় তার। পুনরায় জিবি হাসপাতালে আয়ুশকে ভর্তি করে দেয় তার বাবা। তারপর দ্বিতীয় অপারেশন করা হয় আয়ুশের। এখন দ্বিতীয় অপারেশন করার পর জিবি হাসপাতালে তার পেটের ডানদিকে ছিদ্র করে মলত্যাগ করার অংশটি বের করে রাখা হয়। এই মল ত্যাগের অংশটি দিয়ে মল বের হতে থাকে। তখন আয়ুশ প্রচন্ড ব্যাথা অনুভব করে। বর্তমানে তার বাবার ওষুধ কেনার টাকা নেই। কারণ প্রথম দু’বার অপারেশনের পর তার বাবার কাছে যা জমানো টাকা ছিল সব শেষ হয়ে গেছে। এখন আয়ুশের আবার তৃতীয়বার অপারেশন করবে জিবি হাসপাতালের ডাক্তার। কিন্তু ওষুধ কেনার জন্য আয়ুশের পরিবারের কাছে টাকা নেই। তাই আয়ুশের বাবা এবং ঠাকুমার আবেদন যদি সরকার ও জন সাধারন সাহায্য করে তাহলে তাদের ছোট্ট আয়ুশ বেঁচে যাবে।
AKB TV News
25.01.2025