৫ মানব পাচারকারী গ্রেফতার, ধৃতদেরকে আদালতে হাজির ।। AKB TV News

আরশি কথা


 

নিজস্ব প্রতিনিধিঃ

ফের গোপন খবরের ভিত্তিতে রবিবার হরিহরদোলা বাজার থেকে আগরতলা জিআরপি থানার পুলিশ ৫ মানব পাচারকারীকে গ্রেফতার করেছে। বি এস এফ জওয়ান ও মধুপুর থানার পুলিশের সহযোগিতায় এদেরকে আটক করা হয়। ধৃতরা হল- জয়ন্ত দাস, বাড়ি- উত্তর কাইয়াডেফা, সমীর দাস, বাড়ি -উত্তর কাইয়াডেফা, জাকির হোসেন, বাড়ি –পুরাতন রাজনগর, মবিন মিয়া, বাড়ি –পুরাতন রাজনগর ও গৌর চাঁদ দেবনাথ ওরফে সানু, বাড়ি -উত্তর কাইয়াডেফা। ধৃতদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই এলাকা থেকে আরো মানব পাচারকারী ধরা পরবে বলে সোমবার একথা জানিয়েছেন জি আর পি থানার ওসি তাপস দাস। এদিন এদেরকে আদালতে হাজির করা হয়।


 


AKB TV News

6.01.2025

3/related/default