নিজস্ব প্রতিনিধিঃ
বর্তমানে এম বি বি বিমান বন্দর থেকে আগরতলা শহরে প্রবেশ করার রাস্তা গুলি
প্রশস্ত করার কাজ চলছে। ইতিমধ্যেই বিমানবন্দর থেকে আস্তাবল পর্যন্ত রাস্তা প্রশস্ত
করা সহ সৌন্দর্যায়নের কাজ সম্পন্ন হয়েছে। এখন পঞ্চবটি কালী মন্দির থেকে বটতলা পর্যন্ত
রাস্তা প্রশস্ত করার কাজ শুরু হয়েছে। রাস্তা প্রশস্ত করার জন্য ফায়ার ব্রিগেড চৌমুহনী,
সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাব সংলগ্ন এলাকায় বাড়ি বাড়ি জল সরবরাহের একটি চাবি রয়েছে।
যা উন্মুক্ত অবস্থায় থাকার ফলে সেই এলাকায় যানজট সবসময় লেগে থাকে। এই পরিস্থিতিতে
সেই জলের চাবিটি সরানো প্রয়োজন হয়ে পড়ায় সপ্ত সিন্ধু দশ দিগন্ত ক্লাবে স্থানান্তরিত
পরামর্শ দিয়েছিল পুর নিগম কর্তৃপক্ষ।সেই মোতাবেক ক্লাব কর্তৃপক্ষ সেই আবেদনে সাড়া
দেওয়ায় সোমবার পুর নিগমের মেয়র দীপক মজুমদার সেই জায়গা পরিদর্শন করেন। পাশাপাশি
অচিরেই এই চাবিটি সরিয়ে নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।
AKB TV News
6.01.2025