Type Here to Get Search Results !

দেশের যুব সমাজকে নেতাজির জীবন থেকে অনুপ্রেরণা নেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।। AKB TV News


 

নিজস্ব প্রতিনিধিঃ

আসন্ন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী। নেতাজীর এই জন্ম জয়ন্তীকে সামনে রেখে দেশের যুব সমাজকে নেতাজির জীবন থেকে অনুপ্রেরণা নেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।‘মন কি বাত’-এ স্বাধীনতা সংগ্রামে নেতাজির অবদানের কথা তুলে ধরেন তিনি।বছরের অধিকাংশ সময়েই প্রতি মাসের শেষ রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। কিন্তু এবছর জানুয়ারির শেষ রবিবার প্রজাতন্ত্র দিবস পালন হবে। সেজন্য এই মাসের তৃতীয় রবিবারই ‘মন কি বাত’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী। রবিবার ১১৮তম ‘মন কি বাত’ অনুষ্ঠান। তবে ২০২৫ সালে প্রথমবার। সেই ‘মন কি বাত’ অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামে নেতাজির অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এদিন কুম্ভমেলা ও জাতীয় ভোটার দিবস নিয়েও আলোচনা করেন। ২৩শে জানুয়ারি নেতাজির জন্ম জয়ন্তী। ২০২১ সাল থেকে ওইদিন পরাক্রম দিবস হিসেবে পালন করা হয়। নেতাজির কথা বলতে গিয়ে কলকাতায় তাঁর বাড়ি পরিদর্শনের কথা উল্লেখ করেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, “কয়েক বছর আগে তাঁর বাড়ি গিয়েছিলাম আমি। ওই বাড়ি থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে তিনি পালান। যে গাড়িতে করে পালিয়েছিলেন, তা এখনও সেখানে রয়েছে। তাঁর বাড়িতে যাওয়ার স্মৃতি আমার কাছে স্পেশাল।” প্রধানমন্ত্রী বলেন, “মাত্র ২৭ বছর বয়সে কলকাতা কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার হয়েছিলেন তিনি। তারপর মেয়র হন। প্রশাসক হিসেবে অনেক ভাল কাজ করেছেন।” আজাদ হিন্দ রেডিয়োয় নেতাজির বক্তব্য শোনার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করতেন বলে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের যুবসমাজের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “দেশের যুবসমাজের কাছে আমার অনুরোধ, যত বেশি সম্ভব তাঁর সম্পর্কে পড়ুন। তাকে ভাল করে জানুন।  তাঁর জীবন থেকে অনুপ্রেরণা নিন বলে প্রধানমন্ত্রী জানান।”





AKB TV News

20.01.2025


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.