Type Here to Get Search Results !

রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলায় স্থগিতাদেশ দেশের সুপ্রিম কোর্টের।। AKB TV News


 

নিজস্ব প্রতিনিধিঃ

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলায় স্থগিতাদেশ দিল দেশের  সুপ্রিম কোর্ট। এই অভিযোগ খারিজ করার জন্য রাহুলের আবেদনের পরিপ্রেক্ষিতে ঝাড়খণ্ড সরকার এবং অভিযোগ কারীর বক্তব্য তলব করলেন আদালতের বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি প্রাক্তন সভাপতি অমিত শাহকে ‘খুনে অভিযুক্ত’ বলে মন্তব্য করায় মানহানির মামলা দায়ের হয়েছিল রাহুল গান্ধীর বিরুদ্ধে। এরপর লোকসভার বিরোধী দলনেতার পক্ষে দাঁড়িয়েছিলেন বরিষ্ঠ আইনজীবী অভিষেক মনু সিংভি। সর্বোচ্চ আদালতে তিনি জানান, অভিযোগ দায়ের করেছেন তৃতীয় পক্ষ। কিন্তু মানহানির মামলায় তৃতীয় পক্ষের অভিযোগ দায়ের করার সুযোগ নেই। কারণ এমন ক্ষেত্রে তৃতীয় পক্ষের ক্ষতিগ্রস্ত হওয়ার প্রশ্ন নেই। প্রসঙ্গত, ২০১৮ সালে নবীন ঝা নামে এক বিজেপি কর্মী কংগ্রেস নেতা রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন।



AKB TV News

20.01.2025