নিজস্ব প্রতিনিধিঃ
গোপন সংবাদের ভিত্তিতে কৈলাসহরের ইরানি থানার পুলিশ শনিবার ভোরে অভিযান চালিয়ে একসাথে দশ জন রোহিঙ্গাকে আটক করেছে। এদিন এব্যাপারে ইরানি থানার সেকেন্ড ওসি ইন্সপেক্টর তরুনী জমাতিয়া সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইরানি থানার পুলিশ শনিবার ভোরে ইরানি থানার অন্তর্ভুক্ত সফরিকান্দি এলাকায় জনৈক এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে অপরিচিত দশ জনকে আটক করে ইরানি থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ নিশ্চিত হয় যে, ধৃত দশ জন মায়ানমারের বাসিন্দা।দশ জনের মধ্যে ছয় জন প্রাপ্ত বয়স্ক মহিলা । অপর চার জনের মধ্যে পঞ্চাশ দিনের এক শিশু এবং এক, চার ও সাত বছরের তিনজন শিশু রয়েছে। ধৃতরা গত ১৩ই জানুয়ারি ট্রেনে করে হায়দ্রাবাদ রওনা দেয় এবং ১৬ই জানুয়ারি ধর্মনগর স্টেশনে এসে পৌঁছে। এদিন সন্ধ্যায় কৈলাসহরের সফরকান্দি এলাকার এক দালাল ওদেরকে ধর্মনগর স্টেশন থেকে দালালের সফরকান্দি এলাকায় নিজ বাড়িতে আসেন। ধৃত দশ জন বাংলাদেশ যাওয়ার জন্য ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের পাশ্ববর্তী এলাকা সফরকান্দি এলাকায় দুই দিন ধরে দালালের বাড়িতে অবস্থান করছিল বলে তিনি জানান।শনিবার দুপুরে ধৃতদের কৈলাসহর আদালতে প্রেরণ করে পুলিশ। পুলিশ সফরকান্দি এলাকায় যে বাড়ি থেকে দশ জন রোহিঙ্গাকে আটক করেছে সেই বাড়ির মালিক তথা দালালকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশকে দেখে ওই দালাল পালিয়ে যায় বলে জানা গেছে।
AKB TV News
18.01.2025