Type Here to Get Search Results !

২০১৭- ১৮ সালে মাথা পিছু বার্ষিক আয় ছিল ১ লক্ষ ৪৪৪ হাজার টাকা, গত ৬ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৭৭ হাজার টাকা।। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ।। AKB TV News


 

নিজস্ব প্রতিনিধিঃ

TPTL এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শনিবার আগরতলার  উর্জা ভবনে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় । এই  অনুষ্ঠানে, প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন রাজ্যের  বিদ্যুৎ মন্ত্রী  রতনলাল নাথ। এদিন তিনি এই শিবিরে বক্তব্য রাখতে গিয়ে জানান রাজ্যে ২০১৭- ১৮ সালে মাথা পিছু বার্ষিক আয় ছিল ১ লক্ষ চারশ চুয়াল্লিশ হাজার টাকা। বর্তমানে এই ৬ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৭৭ হাজার টাকা। এদিন তিনি প্রসঙ্গ ক্রমে  নীতি আয়োগের রিপোর্ট উল্লেখ করে জানান যে রাজ্য দারিদ্যকরন ইনডেক্সে  ১৯০ পয়েন্টের মধ্যে ৮২ পেয়েছে। পুরো নম্বর এখনো পায় নি। তবে তা কত কম করা যায় এই প্রয়াস অব্যাহত রয়েছে। এদিন তিনি রাজ্যের মানুষ স্বাস্থ্য সম্পর্কে যে কতটা সচেতন এই বিষয় উল্লেখ করতে গিয়ে নেশা সম্পর্কে একটি তথ্য তুলে ধরেন। এই অনুষ্ঠানের  উদ্বোধনী পর্বে  বিদ্যুৎ দপ্তরের তিনজন অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার এবং কর্মচারীদের এ দিন সম্বর্ধনা দেওয়া হয়। 




AKB TV News

18.01.2025

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.