নিজস্ব প্রতিনিধিঃ
দেশের শীর্ষ আদালতের নয়া পর্যবেক্ষণ। আত্মহত্যার প্ররোচনা
সংক্রান্ত অভিযোগের নেপথ্যে আবেগ প্রবণতা বা পারিবারিক অনুভূতির কোনও জায়গা নেই।
পুলিশের উচিত অভিযোগের বৈধতা খতিয়ে দেখা এবং বাস্তবতা ও প্রমাণের ভিত্তিতে
সিদ্ধান্ত নেওয়া। একইসঙ্গে নিম্ন আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা পুলিশি
পদক্ষেপকে যাচাই না করে সরাসরি অনুমোদন না দেয়। একটি বিশেষ মামলার সঙ্গে জড়িয়ে
রয়েছে সুপ্রিম কোর্টের এই রায়। প্রসঙ্গত উল্লেখ্য, এক ঋণগ্রস্ত ব্যক্তি আত্মহত্যা
করার পর তাঁর পরিবার ব্যাঙ্ক ম্যানেজারের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ
আনে। পরিবারটি দাবি করে, ঋণ পরিশোধের জন্য ব্যাঙ্ক ম্যানেজার চাপ দিতে থাকেন। সেই
কারণে ওই ব্যক্তি আত্মহত্যা করে এবং তাঁর মৃত্যু হয়। এই মামলার শুনানির সময় আদালত
জানায়, ঋণ পরিশোধের কথা বলা মানেই আত্মহত্যার প্ররোচনা দেওয়া নয়। আদালত আরও
জানিয়েছে, এমন অভিযোগ আনার আগে তদন্তকারী সংস্থাকে প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ
নিশ্চিত করতে হবে। শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া বা আবেগতাড়িত হয়ে
রায় দেওয়া যাবে না বলে শুক্রবার স্পষ্ট জানিয়ে দিয়েছে শীর্ষ আদালতের বিচারপতি
অভয় এস ওকা এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ।
AKB TV News
18.01.2025