আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজ্যের ২৯টি বিদ্যাজ্যোতি স্কুল সম্পূর্ণ ইংরেজি মাধ্যম ।। বিধানসভা অধিবেশনে জানালেন মুখ্যমন্ত্রী ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    বুধবার অধিবেশন মুলতবির মধ্য দিয়ে সম্পন্ন হয় বিধানসভার শীতকালিন অধিবেশন। গত ১০ই জানুয়ারি রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লুর ভাষণের মধ্য দিয়ে শীতকালিন অধিবেশনের সূচনা হয়েছিল। এরপর ১৩ই জানুয়ারি ছিল অধিবেশনের দ্বিতীয় দিন। বুধবার অধিবেশনের সমাপ্তি ঘটে। এদিন অধিবেশনে বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে কংগ্রেস দলের বিধায়ক গোপাল চন্দ্র রায় ও সুদীপ রায় বর্মণের নানা প্রশ্নের জবাব দেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বিধায়ক দ্বয়ের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ২০২৪ ইংরেজি শিক্ষাবর্ষে কেন্দ্রীয় বিদ্যাজ্যোতি স্কুল শুরু হয়ে গেছে সিবিএসই পরিচালিত। যেহেতু এটা সিবিএসই বোর্ড তাই আমরা এখানে গ্রেস দিতে পারব না। ২৯টি বিদ্যাজ্যোতি স্কুল সম্পূর্ণ ইংরেজি মাধ্যম। পাশাপাশি ৯৬টি বিদ্যাজ্যোতি স্কুল সম্পূর্ণ বাংলা মাধ্যম বলে তিনি জানান।



    AKB TV News

    15.01.2025


    3/related/default