নিজস্ব প্রতিনিধিঃ
দেশ বিদেশে বহু চর্চিত বিষয় আর জি কর হাসপাতাল।
এই মামলায় সিবিআই তদন্তে অনাস্থা প্রকাশ করে এবার সুপ্রিম কোর্টের দারস্থ হলেন অভয়ার
বাবা। তাঁদের অভিযোগ, সঠিক পথে হচ্ছে না তদন্ত। ঘটনার সঙ্গে জড়িত রয়েছে আরও অনেকে।
এবার অভয়ার বাবা-মায়ের হয়ে মামলা লড়বেন আইনজীবী করুণা নন্দী। গত বছরের আগস্ট মাস থেকে চর্চায়
রয়েছে কলকাতার আর জি কর।এই হাসপাতালের এক তরুণী চিকিৎসককে গন ধর্ষণ ও খুনের অভিযোগের
প্রতিবাদে ফুঁসে উঠেছিল গোটা বিশ্ব। তবে তিন মাসের মাথায় এই ঘটনায় জামিন পেয়ে যান আর
জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। জানা গিয়েছে,
সময় মত চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই। এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা
নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সেই সময় হাই কোর্টের দ্বারস্থ হন অভয়ার বাবা-মা। তাঁরা
বলেন, “তদন্তের নামে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। ইতিমধ্যেই ট্রায়াল শুরু হয়েছে। সাক্ষ্য
গ্রহণ চলছে। তবে এখনই আদালত হস্তক্ষেপ না করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে।” পরবর্তী
সময়ে প্রকাশ্যেও আর জি করের নির্যাতিতার বাবা-মা
জানান, সিবিআই তদন্তে তাঁরা ভরসা করতে পারছেন না। কিন্তু সিবিআই সঞ্জয় ঘোষকে একমাত্র অভিযুক্ত বলে আদালতে দাবি করতেই এবার
সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভয়ার বাবা-মা। তাদের হয়ে এবার মামলা লড়বেন আইনজীবী
করুণা নন্দী। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের ৮ই আগস্ট নাইট শিফট ছিল আর জি কর হাসপাতালের ওই তরুণী
চিকিৎসকের। পরদিন আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সেমিনার হল থেকে রহস্যজনক অবস্থায়
তাঁর নিথর দেহ উদ্ধার হয়। অভিযোগ, গন ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁকে। এই ঘটনায় প্রথমে
তদন্তে নামে কলকাতা পুলিশ। এরপর সঞ্জয় রায়
নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে। এরপর ধর্ষণ ও খুনের মামলার জল গড়ায় কলকাতা
হাই কোর্টে। সিবিআই ঘটনার তদন্তভার পায়।কিন্তু ঘটনার তদন্তে না খুশ মৃত তরুণী
চিকিৎসকের মা-বাবা। তাই এবার তারা দেশের শীর্ষ আদালতের দারস্থ হলেন।
AKB TV News
15.01.2025