নিজস্ব প্রতিনিধিঃ
ফাঁসি না দিয়ে, দেওয়া হল যাবজ্জীবন। আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায়কে সোমবার আমৃত্যু কারাদণ্ড দিল শিয়ালদহ আদালত। এদিন রায় ঘোষণার সময় বিচারক অনির্বাণ দাস বলেন, এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়।তাই মৃত্যুদণ্ডের সাজা শোনানো যায়না। সেই জন্য আমৃত্যু কারাবাস দিয়েছেন। প্রসঙ্গত, গত বছরের আগস্ট মাসে সংঘটিত কলকাতার আরজি কর কাণ্ডে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হল সঞ্জয় রায়ের। বিএনএস- ৬৬ নম্বর ধারায় সঞ্জয় রায়কে সোমবার আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করে আদালত। এদিন আদালতের বিচারক অনির্বাণ দাস বলেন, এই ঘটনা বিরলের থেকে বিরলতম নয়। তাই মৃত্যুদণ্ডের সাজা শোনানো যায়না। সেই জন্য আমৃত্যু কারাবাস দিয়েছেন। ‘‘আপনাকে জীবনের শেষ দিন পর্যন্ত জেলে থাকতে হবে। আদালতের নির্দেশ শুনে কাঁদো কাঁদো ভাব দেখা গেল সঞ্জয় রায়কে। দোষীর আমৃত্যু কারাদণ্ড ছাড়াও সাত লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে আদালত। সব মিলিয়ে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে। জরিমানার টাকা না দিলে পাঁচ মাস অতিরিক্ত কারাবাসের নির্দেশ দেওয়া হয়। এদিকে, এদিন নির্যাতিতার বাবা জানান, ক্ষতিপূরণ চান না। তাঁর উদ্দেশে বিচারক বলেন, আপনি মনে করবেন না টাকা দিয়ে ক্ষতিপূরণের চেষ্টা করা হচ্ছে। তবে আইনের বিধান অনুযায়ী এই ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছি। প্রসঙ্গত উল্লেখ্য, এই রায়ের দিকে তাকিয়ে ছিল রাজ্য সহ গোটা দেশের জুনিয়র ডাক্তার থেকে শুরু করে নির্যাতিতার মা-বাবা। অবশেষে ১৬৪ দিন পর বিচার পেলেন আর জি কর কাণ্ডের নির্যাতিতা। এদিন প্রথমে সঞ্জয় এবং তাঁর আইনজীবীর আত্মপক্ষ সমর্থনে সুযোগ দেন বিচারক অনির্বাণ দাস। তারপর নির্যাতিতার পরিবারের কথা শোনেন তিনি। এদিকে,সিবিআইও আদালত সঞ্জয়ের মৃত্যুদণ্ডের আবেদন জানায়। এই ঘটনাকে বিরলের চেয়েও বিরল বলে উল্লেখ করেছে সিবিআই। তারপর দুপুরে শাস্তি ঘোষণা করলেন বিচারক দাস। শনিবার রায় ঘোষণার পর থেকে ধারণা ছিল আরজি করের নারকীয় কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা হতে পারে। সেটাই হল বিচারক দাস সঞ্জয়কে সর্বোচ্চ সাজা শোনালেন।
AKB TV News
20.01.2025