নিজস্ব প্রতিনিধিঃ
পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে সোমবার স্কুল ছাত্রীদের নিয়ে এক দিনের জন্য পশ্চিম
জেলার এসপি পদে নিয়োগ হয় ১৫ বছরের ছাত্রী তপশ্রী চক্রবর্তীকে। তার বাড়ি শহরতলির সাধুটিলা
এলাকায়। এদিন সকালে এক দিনের জন্য এস পি পদে আসিন হওয়া তপশ্রী চক্রবর্তীকে তার বাড়ি
থেকে নিয়ে আসা হয় এস পি অফিসে। এরপর তাকে স্যালুট দিয়ে স্বাগত জানানো হয়। এরপর ওই ছাত্রী
এস পি’র চেয়ারে বসে এদিনের কাজকর্ম শুরু করেন। এদিন নয়া এস পি’র সঙ্গে উপস্থিত ছিলেন
বর্তমান এস পি কিরণ কুমার কে ও পুলিশ আধিকারিক রানা চাট্যার্জি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।পশ্চিম
জেলার এসপি জানান, পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে সোমবার গোটা রাজ্যে স্কুলের ছাত্র-ছাত্রিদেরকে
নিয়ে থানা ও এস পি অফিস পরিচালনা করা হয়। ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে শেখানো হয় যে কিভাবে
দায়িত্ব পালন করতে হয়, কিভাবে কাজকর্ম পরিচালনা করতে হয়।
AKB TV News
20.01.2025