আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    HMPVতে আক্রান্ত দেশের বেঙ্গালুরু ও আহমেদাবাদের তিন শিশু ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    নয়া ভাইরাস HMPVতে আক্রান্ত হয়েছে দেশের বেঙ্গালুরু এবং আহমেদাবাদের তিন শিশু। তবে এখনই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, শিশুদের দেহে এইচএমপিভি মিললেও সেটি চিনা  ভ্যারিয়েন্টের নয়। আক্রান্ত শিশুরাও সম্প্রতি বিদেশে যায়নি।প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার সকালেই তিন শিশুর এইচএমপিভি আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। তাদের মধ্যে দু’জন বেঙ্গালুরুর, অন্যজন আহমেদাবাদের।  আতঙ্ক ছড়াতেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, ‘ভারত সহ বিশ্বের নানা দেশেই রয়েছে এইচএমপিভি। শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগতে থাকা অনেকের শরীরেই এই ভাইরাস মিলেছে।’ এইচএমপিভি নিয়ে আতঙ্ক ছড়ানোর পরে কড়াকড়ি শুরু করেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ।




    AKB TV News

    6.01.2025

    3/related/default