নিজস্ব প্রতিনিধি:
চলতি বছরের নয়াদিল্লির কর্তব্যপথে আয়োজিত প্রজাতন্ত্র দিবসের প্যারেডে রাজ্য
ও কেন্দ্রশাসিত অঞ্চলের সেরা তিন ঝাঁকির মধ্যে
দ্বিতীয় স্থান অর্জন করেছে উওর- পূর্বাঞ্চল রাজ্য ত্রিপুরা। বুধবার প্রজাতন্ত্র দিবস
প্যারেড ২০২৫ এর সেরা মার্চিং দল ও ঝাঁকির ফলাফল ঘোষণা করা হয়। প্রসঙ্গত, পরিষেবা
বিভাগ, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ও অন্যান্য সহায়ক বাহিনীর মার্চিং দল এবং বিভিন্ন
রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল ও কেন্দ্রীয় মন্ত্রণালয় বিভাগের ঝাঁকির মূল্যায়নের জন্য
তিনটি বিচারক প্যানেল গঠন করা হয়েছিল। বিচারকদের মূল্যায়ন অনুযায়ী ফলাফল নির্ধারণ করা
হয়। ২০২৫ সালের প্যারেডে সেরা তিন ঝাঁকির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা।
এবছর ত্রিপুরার ট্যাবলুর থিম ছিল ‘শাশ্বত শ্রদ্ধা: ত্রিপুরায় ১৪ দেবতার পূজা – খার্চি
পূজা।এই খবরে খুশি রাজ্যবাসী।
AKB TV News
29.01.2025