আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কবিগুরুর শান্তিনিকেতনে আন্তর্জাতিক বসে আঁকো প্রতিযোগিতায় রাজ্যের আর্ট স্কুলের সাফল্যঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    বিশেষ প্রতিনিধি, আরশিকথাঃ 


    বর্তমান সময়ে যেকোন হাতের কাজের খুব মুল্য। পড়াশোনার পাশাপাশি এইসব সহ পাঠ্যক্রমিক শিক্ষা প্রতিটা ছাত্র ছাত্রীকে ভবিষ্যতে শিল্পী হতে এগিয়ে দেবে। এমনই একটি উদাহরণ রেখে চলেছে হাঁপানিয়া স্থিত শিক্ষালয় আর্ট অ্যান্ড ক্রাফ্ট সেন্টার।




    আর্ট সোসাইটির উদ্যোগে বোলপুর শান্তিনিকেতনে অনুষ্ঠিত হয় এক বৃহৎ আন্তর্জাতিক বসে আঁকো প্রতিযোগিতা এবং স্ক্রল পেইন্টিং ওয়ার্কশপ। প্রতিযোগিতায় ৬টি বিভাগে বিভিন্ন রাজ্য থেকে প্রায় চারশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন।





    এতে শিক্ষালয় আর্ট অ্যান্ড ক্রাফ্ট সেন্টারের গৃহীতা দাস, স্নিগ্ধা সরকার, মেঘা দেবনাথ পুরস্কৃত হয়। আরো ১৪০ জন চিত্র শিল্পীদের মধ্যে গৃহীতা দাস ঘ বিভাগে প্রথম হয়ে কবিগুরু রবীন্দ্রনাথ এওয়ার্ড এ ভূষিত হয়েছে। পুরস্কারে ভূষিত হন শিক্ষক পান্থ দাসও। 
    ছাত্র ছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশে এখন অঙ্কন শিক্ষা একটি অপরিহার্য অংশ। সৃজনশীল মানসিকতা, শিল্পত্বের বহির্প্রকাশ ঘটায় এই অঙ্কন। পরিশেষে সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন প্রিন্সিপাল পান্থ দাস।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ
    ১৫ই জানুয়ারি ২০২৫

     

    3/related/default