আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মহাকুম্ভে যাওয়ার সম্ভাবনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    উত্তর প্রদেশের প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্রমশ জোরালো হচ্ছে প্রধানমন্ত্রীর মহাকুম্ভে যাওয়ার সম্ভাবনা। তবে এখনই প্রয়াগরাজ যাবেন না তিনি। মহাকুম্ভে ভিড় খানিকটা কমলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। প্রসঙ্গত, কয়েক দিন আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দিল্লিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মহাকুম্ভে অংশ গ্রহণের জন্য আমন্ত্রণ জানান। এদিকে সূত্রের খবর, মহাকুম্ভে অংশ গ্রহণের ইচ্ছা তাঁরও যে  রয়েছে, সেকথা যোগী আদিত্যনাথকে নিজ মুখেই জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে, মহাকুম্ভের জন্য বর্তমানে প্রয়াগরাজে যে বিপুল জন সমাগম হচ্ছে তাতে প্রধানমন্ত্রী সেখানে গেলে নিরাপত্তার কঠোরতার কারণে মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হবে। সেই সম্ভাবনার কথা মাথায় রেখে কিছুদিন পরে প্রধানমন্ত্রী প্রয়াগরাজ যেতে পারেন বলে সূত্রের খবর।




    AKB TV News

    16.01.2025


    3/related/default